Tuesday, May 31, 2016

4GB INTERNET ABSOLUTELY FREE – GRAMEENPHONE OFFER





GET 4GB FREE NOW

By 31st May, as per the government’s orders, all unregistered SIM will be shut down. Register all your Grameenphone SIMs that you use in your modem and tab by today. Upon re-registration, you will receive 4GB Internet absolutely free.

Offer Details:

4GB free internet is valid for 7 days
4GB free internet will be provided to customers within 72 hours from re-registration
FREE INTERNET OFFER (ALL SIM)

After Internet Volume Expiration customers will be charged Tk .01/10KB (till validity exists, up to 200 Taka)
Unused Data Volume will not be carried forward
Customers who are using the SIM in modem / tab, have been an active internet user & have no voice usage record in April are eligible for the offer
Offer start date: 26th May 2016

Saturday, February 27, 2016

Grameen Phone Flexi plan ছারা বাড়িয়ে নিন জিপির মেইন এমবির মেয়াদ ৩০ দিন। নতুন টিপস


বাড়িয়ে নিন
জিপির মেইন এমবির মেয়াদ ৩০ দিন।

নিচের
Stpep
গুলো follow
করেন

★Step-1. প্রথমে নেট ডিএক্টিভ করুনঃ

*5000*0*4*3#  অথবা
মেসেজ অপশনে STOP লিখে
5000 সেন্ড করুন অথবা 5000 এ
কল করে নেট ডিএক্টিভ করেন। একটা
মেসেজ আসবে। মেসেজ আসার পর
নিচের
Step-2 follow
করেন।

★Step-2. তারপর ইজিনেট চালু করুন
ফ্রিতেঃ
Easy net এক্টিভ করতে ডায়াল
করুন

*5000*55#
একটা মেসেজ আসবে। মেসেজ আসার
পর
নিচের Step-3 follow
করেন।

★Step-3. ডায়াল করে এর পর
Social পেক চালু করেন এক দিনেরটা
আজ
করুন

*5000*8*1*1*2#।
একটা মেসেজ আসবে।
এরপর *৫৬৬*১০# ডায়াল করে দেখেন এক
মাস
বেড়ে গেছে মেয়াদ।

Saturday, November 14, 2015

''Lucky Patcher'' দিয়ে যেভাবে Android games এ আনলিমিটেড Gem ও Coin Hack করবেন

আশাা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে lucky patcher দিয়ে Android Games A কিভাবে unlimited
coins and gems Hack করবেন তা নিয়ে আলোচনা করব।



*প্রথমেই Lucky Patcher কি?
Lucky Patcher হচ্ছে এমন একটি Android টুলস App যা অন্যান্য Apps এবং Games এর Google Advertisement Patch, Licence Verification Bypass, inApp Purchases Bypass, বিভিন্ন Custom patches এর মাধ্যমে আপনার আমার মত Android Userদের সাহায্য করে থাকে।

*lucky patcher এর কাজ কি?
1/ এটা দিয়ে প্রায় paid Apps এর license verification check out করতে পারবেন।
2/ অনেক Apps custom patch এর মাধ্যমে modified করতে পারবেন। যেমন unlimited money,,unlimited coin etc.
3/ এটা দিয়ে আপনি Apps এর ভিতরের Paid Item গুলোও Hack করতে পারবেন।যেমন:- বিভিন্ন photo editor এর Paid effect.
4/ এই App দিয়ে next launcher er get now এর Themes গুলো Hack করে Use করতে
পারবেন।।
5/ অনেক APPS এর pro version এর জন্য Play store থেকে pro version ক্রয় করতে হয়। lucky patcher দিয়ে custom patch করে সহজেই pro version করে নিতে পারপারবেন।। যেমন- link2sd,titanium backup etc..
6/ এটা দিয়ে আপনি easily modded play store Install করতে পারবেন। modded play store এর সুবিধা হল এটি Paid Apps এর license verified offline এ করে ফেলে।। যার ফলে verification remove করার জন্য শুধু modded paly store Install থাকলেই হবে। আর কিছু করা লাগবে না।
7/ এই App দিয়ে আপনি আপনার Android ফোনের এর Ad খুব সহজেই block করতে পারবেন।
8/ এছাড়া ও আরও অনেক কাজ ই করা যায়।। যেমনঃ app backup & restore,, convert to system app,, disable packageযায়,, App modified etc..
বিদ্র: আমি যতটুকু জানি তাই share করার চেষ্টা করেছি। হয়তো আপনারা অনেকেই আমার থেকে আরও ভাল জানতে পারেন।
*lucky patcher দিয়ে কিভাবে Games এর Coin, gems Hack করবেন?
এর জন্য প্রথমে আপনার যা যা লাগবে।
*.Rooted Android ফোন।
*. Lucky Patcher android app.
*নিচের Link হতে আপনার পছন্দের Lucky Patcher টি ডাউনলোড করে নিন।

Apps টি download করে open করুন।
Lucky Patcher open করে যে Games এর coin money etc hack করতে ছান ওটার উপর press করুন। then একটি Menu আসবে। আপনি Menu টার মধ্য থেকে
Custom Patch এ ক্লিক করুন। এবার Apply তে ক্লিক করুন। Success হলে Done লেখা আসবে। এবার আপনার Hack করা Games টি run করে দেখুন। ইচ্ছে মত Games খেলুন এবং Games এর মজা লুটুন।
এই একই Method Follow করে অন্য সকল Games এ আনলিমিটেড কয়েন, জেম, ডায়মন্ড হ্যাক করে খেলুন।

Friday, October 9, 2015

Lucky patcher এর কাজ সম্পর্কে জেনে নিন খুবই উপকারী একটি এপ্স [Root ইউজারদের জন্য]

এন্ড্রুয়েড রুটেড ফোনে যে সকল এপস থাকা জরুরী তার মধ্যে Lucky Patcher অন্যতম। এটি আমার প্রিয় একটি এপস। Lucky Patcher এর কার্যকরী গুনগুলো জানা থাকলে আপনিও এর প্রেমে পরে যাবেন।

চলুন এর ফিচার গুলো দেখে নেই--
১/ অনেক এপ্স cutom patch এর মাধ্যমে modified করতে পারবেন। (custom patch ডাউনলোড করার জন্য, option >> Download Custom Path এ যান।)
২/ এটা দিয়ে আপনি বেশিরভাগ পেইড এপ্স এর license verification check out করতে পারবেন।

৩/ এই এপ্স দিয়ে আপনি এপ্স এর ভিতরের পেইড আইটেমস গুলুও হেক করতে পারবেন।

৪/ এই এপ্স দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড এপস এর Ad খুব সহজেই block করতে পারবেন।

৫/ এই এপ্স দিয়ে আপনি খুব সহজে modded play store ইন্সটল করতে পারবেন। modded play store এর সুবিধা হল এটি পেইড এপ্স এর license verified offline এ করে ফেলে।। তাই verification remove করার জন্ন শুধু
modded paly store ইন্সটল থাকলেই হবে। আর কিছু করা লাগবে না।

৬/ এই এপ্স দিয়ে next launcher er get now এর থিমস গুলু হেক করে চালাতে পারবেন।।

৭/ অনেক এপ্স এর প্র ভারসন এর জন্ন pro key কিনতে হয়।এই এপ্স দিয়ে custom patch করে প্র ভারসন করে নিতে পারেন সহজে।। যেমন- link2sd,titanium backup, power amp etc..



৮/ এপস ক্লোন করে একই এপস ২ বার install করতে পারবেন। তবে এটা সব এপস এ কাজ নাও করতে পারে।

৯/ app backup & restore করতে পারবেন।

১০/ এপস ডিজেবল করে ram এর গতি বাড়াতে পারবেন।

১১/ যেকোন এপস সিস্টেম এপস এ কনভার্ট করতে পারবেন।

নিচ থেকে ডাউনলোড করে নিন...

Wednesday, September 30, 2015

নিজেই APK Edit করুন । (Android root user only)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । APK Edit করার জন্য সাধারণত PC ব্যবহার করা হয় , সাথে কিছু Apk edit tools . কিন্তু আজ আমরা আমাদের ফোন থেকে APK Edit করব । মাসের পর মাস , বছরের পর আমরা বিভিন্ন apps ব্যবহার করে আসছি যার icon গুলো হয়ত আমাদের কাছে বিরক্তিকর হয়ে গেছে । আজ আপনি ঐ app কে edit করে তার icon সারাজীবনের জন্য  পরিবর্তন করে দিবেন ।  আপনার বন্ধুর অ্যাপ এবং আপনার অ্যাপ দেখতে আর একমত থাকবে না ।
* কাজটি করার জন্য আমরা ৩ টি app ব্যবহার করব-
* Root Explorer , এখান থেকে  download করুন । ইন্সটল করুন ।
* PicsArt , এখান থেকে  download করুন । ইন্সটল করুন ।
* ZipSigner , এখান থেকে  download করুন । ইন্সটল করুন । যদি ZipSigner আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে আপনি এই টিউন দেখুন ।
১। Root Explorer ওপেন করুন । আপনি যে অ্যাপ edit করতে চান সে লিংকে যান । download কৃত অ্যাপ হলে data/app ফোল্ডারে এবং সিস্টেম অ্যাপ হলে system/app ফোল্ডারে  যান ।যেমন আমি skyfire app edit করব যা data/app ফোল্ডারে আছে -
২। app টিতে প্রেস করে option থেকে Extract all এ ক্লিক করুন ।
৩। app extract হয়ে sdcard/speedsoftware/extracted  ফোল্ডারে জমা হবে ।
৪। অ্যাপ ফোল্ডার ওপেন করে  res ফোল্ডার  এ drawable ফোল্ডার এ যান । অর্থাৎ  res/drawble . সেখানে icon দেখতে পাবেন যা আপনি পরিবর্তন করতে চান ।
৫। এবার আপনি যে icon নতুন ভাবে দিতে চান তা Picsart এর মাধ্যমে edit করে ঐ একই নামে (যেমন এখানে নাম - app_icon.png ), একই format (যেমন এখানে format  png )  এ  res/drawble ফোল্ডারে পেস্ট করুন । পুরাতন icon টি replace/delete করে দিন । আপনার কাছে যদি png format এ icon থেকে থাকে তাহলে Picsart ব্যবহারের দরকার নেই , সরাসরি ঐ একই নামে (যেমন এখানে নাম - app_icon.png ), একই format (যেমন এখানে format  png )  এ icon টি  res/drawble ফোল্ডারে পেস্ট করুন ।
৬। sdcard/speedsoftware/extracted  ফোল্ডারে জমা (back key চাপুন ) app ফোল্ডারে প্রেস করে Zip this folder এ ক্লিক করুন ।
৭। sdcard/speedsoftware/zip ফোল্ডারে যান । ............ .zip কে rename করে ......... .apk করুন ।
৮। এবার ZipSigner ওপেন করুন । input থেকে কিছুক্ষণ পূর্বে rename করা apk দেখিয়ে দিন । আর output এ এর একটি ........... . apk (যেকোন) নাম দিন । key/mode দিন auto-testkey . এবার sign the file এ ক্লিক করুন ।
৯। কাজ শেষ । এবার পুরাতন অ্যাপ uninstall করুন । output directory (sdcard) থেকে নতুন app install করুন ।
১০। অনেক অ্যাপ extract করলে আপনি বহু drawable folder পেতে পারেন । সেক্ষেত্রে প্রতিটি ফোল্ডার চেক করুন , কোন কোন ফোল্ডারে icon কি কি নামে আছে । প্রতিটি ফোল্ডারে ঐ নামে নতুন icon দিন আর পুরাতনটি delete করুন  । আর বাকি সব কাজ একই মত করুন ।
সবাই ভাল থাকবেন ।

(টেক্সট + ভিডিও টিউটোরিয়াল) একটা অ্যান্ড্রয়েড মোবাইলে চালান একই অ্যাপ্স অনেকগুলো। গ্রামীনফোন সিমে wowbox এর মাধ্যমে MB নিন যতগুলো সিমে ইচ্ছা, সিম পকেটে রেখেই প্রতিদিন!

আজ খুব মজার একটা জিনিস শিখব আমরা। কেমন হয় যদি আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপ্স একাধিক আপনার ফোনে ইন্সটল দিন। যেমন- facebook messenger, skype,viber,wowbox ইত্যাদি। আপনারা নিশ্চয়ই  লক্ষ্য করেছেন, একটা অ্যাপ্স দুইবার ইন্সটল দিলে একটা আরেকটাকে রিপ্লেস করে. মানে দুইটা ইন্সটল হয়না  কাজেই আমাদের অন্য কিছু করতে হবে যাতে 2/3/4/5 কিংবা আমাদের ইচ্ছে মত যতগুলো ইচ্ছা একেকটা ইন্সটল দিতে পারি এতোক্ষণ ছিল ভূমিকা! এবার মূল পর্ব।
যাদের টেক্সট পড়ার ধৈর্য নেই তারা ভিডিও দুটি দেখে শিখে নিনঃ
1.Clone Android Apps in Bangla বাংলা HD
2.Use multi Wowbox in an Android Mobile বাংলা
যা যা শিখব:
1. যে কোন অ্যাপ্স ক্লোন করা;
2. একই অ্যাপ্স যতগুলো ইচ্ছা ইনস্টল দেওয়া;
3. wowbox একাধিক ইনস্টল করা;
4. গ্রামীণফোন সিম পকেটে রেখেই প্রতিদিন 20 MB করে নেওয়া।
যা যা লাগবে:
1. দুটি অ্যাপ্স;
2. যে অ্যাপ্স নকল করবেন সেটার apk ;
3. আর একটা android মোবাইল :-p
কাজ শুরু করা যাক:
1. প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড  (apk editor, size 238 KB) করুন, এবার এটা ডাউনলোড (apk editor patch, size 213 KB)  করুন;
2. প্রথম ফাইলটি ইনস্টল দিন;
3. এবার দ্বিতীয় ফাইলটি ইনস্টল দিন। রিপ্লেসের অনুমতি দিন;
4. Apk Editor ওপেন করুন;
5. SD Card থেকে যে অ্যাপ্স নকল করতে চাচ্ছেন তা কিছু সময় ধরে রাখুন;
6. ক্লোন সিলেক্ট করুন;
7. কোথায় সেভ করবেন এই ফাইলটি তা দেখিয়ে OK দিন;
8. এবার রিনেইম করুন;
9. সেভ করুন
10. চমৎকার! একটা অ্যা;পস ক্লোন করে ফেলেছেন।
কী? বিশ্বাস হচ্ছে না? যেটি এইমাত্র সেভ করলেন তা ইনস্টল করে দেখুন কি বিশ্বাস হল তো!
এবার আসা যাক Wowbox এর ব্যাপারে এইটা শেয়ার করতে হয়তো আরো দেরি হত কিন্তু গ্রামীনফোন এইতো যা শুরু করে করেছে তাতে এখনই শেয়ার করে দিলাম :)।
প্রথমেই বলে রাখি wowbox কি, wowbox হল জিপির একটা নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্স এটার মাধ্যমে আপনারা জিপি ইউজাররা যারা বন্ধু প্যাকেজে আছেন তারা ইচ্ছে করলেই প্রতিদিন 20 MB করে ইন্টারনেট নিতে পারবেন ফ্রী তে। অন্যান্য অনেক সুবিধা আছে। আমার কাছে এটাই মুল।
আবার কাজ শুরু করা যাক:
1. ঐভাবে wowbox অ্যাপ্স ক্লোন করুন (যতগুলো দরকার ততগুলো ক্লোন করুন) ;
2. এবার যতগুলো দরকার ততগুলো wowbox ইন্সটল দিন;
3. যে সিমে MB নিবেন তা আপনার Android মোবাইলে ইন্সার্ট করুন;
4. এবার setting>sim management  এ গিয়ে ম্যাসেজিং এর জন্য যে সিমে MB নিবেন তা সিলেক্ট করুন কিংবা সিম 1 এ সিম ঢুকান এতে এইটা করতে হবে না;
5. নেট কানেকশন দিয়ে wowbox চালু করুন;
6. Free 20 MB থেকে ফ্রী নিন;
7. কাজ শেষ...।
লক্ষণীয়:
1. MB নেওয়ার জন্য সিম বন্ধু প্যাকেজ করে নিন;
2. সিম মাত্র একবারই ইনসার্ট করতে হবে। এর পর আপনি ইচ্ছে করলে সিম খুলে ড্রয়ারে রেখে দিতে পারেন কোন অসুবিধা নেই :-P।  শুধু প্রতিদিন wowbox চালু করে 20 MB ক্লেইম করবেন যে কোন সিম দিয়ে এটা করতে পারেন কোন অসুবিধা নেই।
বি.দ্র: সিম মোবাইলে ইনসার্ট না করেই MB নেওয়ার একটা পদ্ধতি বের করেছি কিন্তু ঠিক ঠাক কাজ না হওয়ায় এখন শেয়ার করতে পারছি না এটা করতে পারলে যাদের ফোনে শুধুই মিনি সিম সাপোর্ট করে তারাও সিম না কেটেও MB নিতে পারবেন। আমি একটা সিমে এটা সফলভাবে করতে পেরেছি আরও ভাবনা চিন্তা করে এটাও শেয়ার করব।
শেষ কথা: একটা টিউনার ভাল ভাল টিউন করার ইচ্ছা ছেড়ে কখন জানেন? যখন ভাল টিউনের মূল্যায়ন করা হয় না কিংবা কপি-পেস্ট করে নিজের নামে চালিয়ে দিলে।  ফলাফল হয় আপনারা (আমরা) ভাল টিউন আর পান না এবং কপি-পেস্ট ওয়ালা হা-হুতাস করতে শুরু করে দেয়।  তাই একটা কথাই বলব কেউ কপি পেস্ট করবেন না  লিংক শেয়ার করুন। একান্তই প্রয়োজন হলে মূললেখকের নাম এবং মূল লেখার লিংকও সাথে দিয়ে দিবেন।
কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন কিংবা আমাকে ফেসবুকে ম্যাসেস দিতে পারেন।
পূর্বে প্রকাশিতঃ এখানে
ভাল থাকুন।

Monday, September 28, 2015

গ্রামীনফোনের সীম থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোডগুলো জেনে নিন।


আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।




আর গায়েব হবে না! টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড গুলো আপনাদের দিয়ে দিচ্ছি। সংগ্রহ করে রাখুনঃ

Grameenphone All Service type “Stop all” and send 2332

Grameenphone Welcome tune : Type “Stop” and send to 4000

Grameenphone Internet off *500*40#

Grameenphone Facebook Type “Stop” and send to 32665

Grameenphone Facebook USSD dial *325*22#

Grameenphone Mobile Twitting Type “Stop” and send to 9594

Grameenphone Call Block : Type “Stop CB” and send to 5678

Grameenphone Missed Call Alert write “STOP MCA” and send to 6222

Grameenphone Cricket Alert Service “Stop Cric” to 2002.

Grameenphone Sports service Type “STOP SN” and SMS to 2002.

Grameenphone Cricket service, type “STOP CR” and SMS to 2002.

Grameenphone Mobile Backup Write “Stop MB” and send to 6000

Grameenphone Buddy Tracker Type “Stop” and send to 3020

Grameenphone Music News Type “Stop BD ” and send to 4001

Grameenphone Voice Chat dial 2828 and press 8.

Grameenphone Entertainment Box Type “Stop” and send to 1234

Grameenphone Ebill type “Ebill cancel” and send to 2000.

Grameenphone Job News type “STOP<space>JOBCATEGORY” to 3003.

Grameenphone Namaz timings: SMS “STOP N” to 2200.

Grameenphone Hadith sharif SMS “STOP H” to 2200.

Grameenphone Voice Mail Service Dial ##62# or ##67# or ##61# or ##21#


সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন ।