আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? আমার তো মনটা চাই সারাক্ষনই TT তে পরে থাকি। অবশ্য সারাক্ষন পরে না থাকলে ও বেশিরভাগ সময়টা TT তেই কাটিয়ে দেই। এর সাথে থাকলে খুবই ভাল লাগে কারন এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আরো অনেক কিছু শিখার আছে। সু যারা কিছু শিখতে চান ও জ্ঞান অর্জন করতে চান আমি বলব আপনারা এখান থেকেই অনেক কিছু শিখতে পারেন।
তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি টিউন এ চলে যায়।
শিরোনাম দেখে নিশ্চয় বোঝতে পারছেন যে টিউন টির বিষয়বস্তু কি। এখনকার যুগে আমাদের প্রায় অনেকেরই Youtube account আছে। সবাই সচরাচর নিজেদের এডিটিং ভিডিও ক্লিপ্স/ শখের ভিডিও/ বিভিন্ন কাজের প্রয়োজনীয় ভিডিও ফাইল ইত্যাদি Youtube এ আপলোড করে থাকি।যেন প্রয়োজনে তা আবার Youtube থেকে ডাউনলোড করতে পারি। তো এত প্রয়োজনীয় জিনিসটা অবশ্যই আমাদের ভেরিফাইড করে রাখা উচিৎ। আমার এই টিউনটি মুলত যারা Verify করতে পারেন না তাদের জন্য। তো আর বেশি দেরী না করে এক্ষুনি নিচের স্টেপ গুলো দেখে আপনার প্রিয় Youtube account টি ভেরীফাই করে ফেলুন।
প্রথমে আপনার Youtube account এ লগইন করে নিন।
লগইন করার পর ঠিক উপরে upload এর সাথে কালো ত্রিভুজটিতে ক্লিক করে Video Manager এ ক্লিক করুন।
No comments:
Post a Comment